Welcome to Kotalipara Net
noc@knetisp.com & info@knetisp.com
01777356529 & 01719420586

কোটালিপাড়া নেট

নতুন কানেকশন নেওয়ার জন্য রিকুয়েষ্ট করুন

নতুন কানেকশন দেওয়ার জন্য নিচে কিছু নির্দেশনা দেওয়া হলো।


Quick Pay

যখন আপনারা উপরে অথবা নিচে দেওয়া নতুন কানেকশন এর বাটনে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এই রকম একটা পেইজ দেখতে পারবেন। এখানে থেকে আপনারা আমাদের কাছে নতুন কানেকশন এর জন্য রিকুয়েষ্ট পাঠাতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন প্যাকেজ সিলেক্ট করতে পারবেন, এছাড়া আপনাদের লোকেশন সিলেক্ট করতে পারবেন।উক্ত পেইজে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে Next বাটনে ক্লিক করবেন।
বি.দ্র. এই ফর্মে দেওয়া (*) মার্ক করা অপশন গুলো অবশ্যই পূরণ করতে হবে।

Quick Pay

Next বাটনে ক্লিক করার পরে আপনারা এই রকম একটা পেইজ দেখতে পারবেন যেখানে আপনারা আপনাদের পুরো নাম, মোবাইল নম্বর, ফোন নম্বর, ই-মেইল এবং আপনার NID কার্ড ইনফরমেশন দিতে পারবেন। উক্ত ইনফরমেশন গুলো পূরণ করার পরে অবশ্যই তীর চিহ্ন করা বাটনে ( Verify Mobile) ক্লিক করবেন।
বি.দ্র. এই ফর্মে দেওয়া (*) মার্ক করা অপশন গুলো অবশ্যই পূরণ করতে হবে।

Quick Pay

এরপর আপনার দেওয়া মোবাইলে একটা OTP যাবে।চিহ্নিত করা জায়গা তে আপনার গোপনীয় OTP দিয়ে Verify OTP তে ক্লিক করবেন।
আমাদের সার্পোট থেকে আপনার সাথে যোগাযোগ করে খুব দ্রুত কানেকশন দিবে।


whatsapp