Welcome to Kotalipara Net
noc@knetisp.com & info@knetisp.com
01777356529 & 01719420586

কোটালিপাড়া নেট

দ্রুত বিল পরিশোধ করুন

দ্রুত বিল পরিশোধ করার জন্য নিচে কিছু নির্দেশনা দেওয়া হলো।


Quick Pay

যখন আপনারা উপরে এবং নিচে দেওয়া বিল পরিশোধ বাটনে ক্লিক করেন তাহলে আপনারা এই রকম একটা পেইজ দেখতে পারবেন।মার্ক করা জায়গা তে আপনারা আপনাদের আইডি বা ইউজার নেম দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন।

Quick Pay

আপনার আইডি বা ইউজার নেম সঠিক না হয় তাহলে তাহলে এই রকম ভুল ধরবে।
যদি আপনি আপনার আইডি বা ইউজার নেম না জানেন তাহলে আমাদের সার্পোট নম্বরে ফোন করে জেনে নিবেন।

Quick Pay

আপনি যদি সঠিক ভাবে সার্চ করে আপনার আইডি বা ইউজার নেম পান, তাহলে আপনি উপরের পেইজের মতন পেইজ দেখতে পাবেন।যেখানে আপনি আপনার নাম, প্যাকেজ এর নাম, আপনার ইউজার নেম, প্যাকেজ রেট, কাস্টমার আই ডি, আপনার লাইন বন্ধের তারিখ এবং আপনার মাসিক বিল দেখতে পাবেন।
এখানে For 1 months দেওয়া আছে।অর্থাৎ, আপনি ১ মাসের বিল পরিশোধ করছেন।আপনি চাইলে ২-৩ বা তার বেশি মাসের ও বিল পরিশোধ করতে পারবেন।পাশে আপনার বিল এর টোটাল টাকা দেখাবে।এখানে নিশ্চিত হয়ে। আপনি নিচে বিকাশ এর ছবিতে ক্লিক করুন।

Quick Pay

বিকাশ এর ছবিতে ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটা পেইজ আসবে।যেখানে আপনার আবার টোটাল বিল দেখাবে। এখান থেকে যদি আপনি বিকাশ পেমেন্ট বা Change Number এর বাটন এ ক্লিক করতে পারেন।
আপনি যদি আপনার বিকাশ নম্বর পরিবর্তন করে বিল পরিশোধ করতে চান তাহলে Change Number এ ক্লিক করবেন।আর যদি আপনি আপনার সেভ কৃত বিকাশ থেকে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ পেমেন্ট এর ছবিতে ক্লিক করুন।

Quick Pay

আপনি বিকাশ এর ছবিতে ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটা পেইজ আসবে।যেখানে আপনাকে আপনার বিকাশ এর পার্সওয়ার্ড দিতে হবে। বিকাশ এর পার্সওয়ার্ড দিয়ে CONFIRM এ ক্লিক করবেন।

Quick Pay

যদি আপনি সঠিক পার্সওয়ার্ড দেন।তাহলে আপনি এই রকম একটা পেইজ দেখতে পারবেন।যেখানে আপনি দেখতে পারবেন আপনার ট্রানজেকশন সম্পন্ন হয়েছে।
কনফার্ম এর জন্য আপনার ফোনে এস এম এস চলে যাবে।
ধন্যবাদ।


whatsapp